ব্রুনাই’র রাষ্ট্রদূত রাজাক হুসাইনী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সম্প্রতি চালু হওয়া মোগলাই রেস্টুরেন্ট ‘রোদেলা বিকেল’র খাবারে মুগ্ধ হয়েছেন। বিশেষ করে চিকেন বিরিয়ানির স্বাদে তিনি খুবই তৃপ্ত। রোদেলা বিকেলের স্পেশাল আইটেম ‘ওবামা জুস’ও তার খুব ভাল লেগেছে। এছাড়া খাবার মেন্যুতে ছিল পিস কাবাব, মাটন চাপ ও সালাদ।
দেশের শীর্ষ শিল্পগ্রুপ পিএইচপি’র কার্যক্রম পরিদর্শনে ব্রুনাই’র রাষ্ট্রদূত গতকাল শনিবার বন্দরনগরী চট্টগ্রামে আসেন। হাইকমিশার অব ব্রুনাই দারুসসালাম রাজাক হুসাইনী বেলা ১২টায় পিএইচপি কর্পোরেট হাউসে আসেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এদিকে চট্টগ্রাম নগরীর আলোচিত রেস্টুরেন্ট ‘রোদেলা বিকেল’ থেকে তার জন্য দুপুরের খাবার পরিবেশিত হয়।
এ প্রসঙ্গে পিএইচপি’র ভাইস চেয়ারম্যান মহসীন চৌধুরী বলেন, ‘ব্রুনাই’র রাষ্ট্রদূত রোদেলা বিকেলের চিকেন বিরিয়ানি বেশ উপভোগ করে খেয়েছেন।
তিনি বাংলাদেশের বিরিয়ানি এর আগেও খেয়েছেন তবে তার এ বিরিয়ানি খুব ভাল লেগেছে। তিনি ওই রেস্টুরেন্টের ওবামা জুসের প্রশংসা করেন।’
প্রসঙ্গত: রাষ্ট্রদূত আজ রোববার পিএইচপি‘র শিল্পকারখানা পরিদর্শনে যাবেন।
Originally Published in The Daily Suprobhat Bangladesh