রোদেলা বিকেল’র খাবারে মুগ্ধ ব্রুনাই রাষ্ট্রদূত
ব্রুনাই’র রাষ্ট্রদূত রাজাক হুসাইনী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সম্প্রতি চালু হওয়া মোগলাই রেস্টুরেন্ট ‘রোদেলা বিকেল’র খাবারে মুগ্ধ হয়েছেন। বিশেষ করে চিকেন বিরিয়ানির স্বাদে তিনি খুবই তৃপ্ত। রোদেলা বিকেলের স্পেশাল আইটেম ‘ওবামা জুস’ও তার খুব ভাল লেগেছে। এছাড়া খাবার মেন্যুতে ছিল পিস কাবাব, মাটন চাপ ও সালাদ। দেশের শীর্ষ শিল্পগ্রুপ পিএইচপি’র কার্যক্রম পরিদর্শনে ব্রুনাই’র…
Details